Breaking News
Home / News / একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

এম আর অভি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনডিএফ জোট ও এনপিপি,র প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে। ১০৯ (বরগুনা-আমতলী-তালতলী)বরগুনা-১আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করেন। তিনি আম প্রতীক নিয়ে এ নির্বাচনে মাত্র ১শত ৮৯ ভোট পায় । বরগুনা-আমতলী-তালতলী মোট ভোটারের সংখ্যা ৪লাখ ১৪হাজার ৪শত ২টি । বরগুনা-১আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯টি।বাতিল কৃত ভোট ১৯শত ২৯টি। বৈধ ভোট ৩লাখ ৫১হাজার ১শত। মোট ভোট কেন্দ্র ১শত ৮০টি। প্রতিটি কেন্দ্রে গড়ে ি ১.০৫ ভোট পেয়েছেন তিনি। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং অফিসার জেলা প্রশাসক কবীর মাহমুদ এর প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। তিনি তার জামানত হারিয়েছেন।

About admin

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply