Breaking News
Home / News / একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনপিপি,র প্রার্থী কামাল

এম আর অভি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে সবচেয়ে কম ভোট পেয়েছে এনডিএফ জোট ও এনপিপি,র প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে। ১০৯ (বরগুনা-আমতলী-তালতলী)বরগুনা-১আসনে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মাসুদ কামাল আম প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করেন। তিনি আম প্রতীক নিয়ে এ নির্বাচনে মাত্র ১শত ৮৯ ভোট পায় । বরগুনা-আমতলী-তালতলী মোট ভোটারের সংখ্যা ৪লাখ ১৪হাজার ৪শত ২টি । বরগুনা-১আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৫৩ হাজার ২৯টি।বাতিল কৃত ভোট ১৯শত ২৯টি। বৈধ ভোট ৩লাখ ৫১হাজার ১শত। মোট ভোট কেন্দ্র ১শত ৮০টি। প্রতিটি কেন্দ্রে গড়ে ি ১.০৫ ভোট পেয়েছেন তিনি। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটানিং অফিসার জেলা প্রশাসক কবীর মাহমুদ এর প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে। তিনি তার জামানত হারিয়েছেন।

About admin

Check Also

সুমন হোসেন এবার এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন । যে এরই …

Leave a Reply