স্বপ্নীল সজীবের ঝুলিতে আন্তর্জাতিক সম্মাননা

সম্পাদনায়-সাইমুর রহমান: বাংলাদেশের তরুণ কন্ঠশিল্পী স্বপ্নীল সজীব। রবীন্দ্র সংগীত এবং পল্লীগীতিতে ইতিমধ্যেই ভাল রকমের খ্যাতি অর্জন করেছেন তিনি। সম্প্রতি ‘খয়েরী বিকেল’ শিরোনামের একটি সিংগলস গেয়েছেন তিনি। তার সাথে গলা মিলিয়েছেন এপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী ইমন চক্রবতী। এবার এই গানটির জন্য সেরা সংগীত শিল্পীর পুরস্কার পেয়েছেন স্বপ্নীল সজীব। গ্লোবাল এন্টারটেইমেন্ট মিউজিক এ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন তিনি। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মিউজিক্যাল এ্যাওয়ার্ড। চলতি বছর বাংলাদেশ থেকে তিনজন পেয়েছেন এই পুরস্কার। দুবাইয়ে আয়োজিত
সম্প্রতি অনুষ্ঠানে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। দুবাইতে গিয়ে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে বেজায় খুশী স্বপ্নীল। স্বপ্নীল বলেন- ধ্রুব মিউজিকের জন্য এই পুরস্কার মিলেছে, তাই ধ্রুব মিউজিক টিমকে সাধুবাদ জানান তিনি। স্বপ্নীল মার্কিন যুক্তরাষ্ট্রে, কানাডা, যুক্তরাজ্য, ভারত, ব্রুনাই, মালয়েশিয়া, আরব, মরক্কোতে আয়োজিত বিভিন্ন কনর্সাটে গান গেয়েছেন একাধিকবার। ইমন চক্রবতীর সংগে গেয়েছেন ‘তুমি কোন কাননের ফুল’ আর ‘খয়েরী বিকেল’ জোনাথন হোল্যান্ডারের সংগে ‘পুরোনো সেই দিনের কথা’ শ্রাবনী সেনের সাথে ‘আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে’ এবং জয়ন্তি চক্রবর্তীর সাথে গেয়েছেন ‘একটুকু ছোঁয়া লাগে’ এর সবকটি সিংগলস। বেশ কয়েকেটি এ্যালবামও প্রকাশিত হয়েছে স্বপ্নীল এর। সেগুলোর মধ্যে অন্যতম ‘দ্য টেগোর ট্রেজারি, ভাঙ্গা গড়ায় রবীন্দ্রনাথ, নীল অতল। সাকো এ্যাওয়ার্ড, বাবিসাস এ্যাওয়ার্ড, যোধপুর সেরা বাঙ্গালি সম্মানান ও বাবিজ এ্যাওয়াড তার ঝুলিতে আছে। আর এবার তার সম্মাননার ঝুলিতে নতুন করে যোগ হলো ‘গ্লোবাল এন্টারটেইনমেন্ট মিউজিক এ্যাওয়ার্ড।

Leave a Reply