জাহান আসিফের পরিচালনায় অস্থির ফানি ভিডিও না দেখলে চরম মিস



তানহা সিকদার, সুইজারল্যান্ড প্রতিনিধি, রেডিও স্বদেশ ডট নেট: জাহান আসিফের পরিচালনায় অস্থির ফানি ভিডিও না দেখলে চরম মিস। হাসি বন্ধু না হলে আমরা দায়ী নহে।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ছেলে জাহান আসিফ তার বন্ধুদের নিয়ে নিয়মিত শিক্ষামূলক ও ফানি ভিডিও নিমাণ করে আসছে। দেশী বয়েজ জাহান আসিফ এর পরিচালনায় ভিডিও গুলো বেশ সাড়া পাওয়ায় নিয়মিত ভিডিও বানিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার করছে।
সো নতুন সব ভিডিও দেখতে ও পেতে জাহান আসিফের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।

Leave a Reply