সম্পাদনায়-আরজে সা্ইমুর রহমান, স্বদেশ: জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহ এর নতুন মাইল ফলক “যে পাখি ঘর বোঝে না” গানের ১ কোটি দর্শক। সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহ “যে পাখি ঘর বোঝে না” আর “শুধু তোমার জন্য” সারা বাংলার মানুষের মন জয় করেছেন। আর তার মধ্যে অন্যতম গান “যে পাখি ঘর বোঝে না” ১ কোটি দর্শক দেখেছেন। গানটি ইউ্টিউবে ২টি লিংকে ১ কোটি দর্শক দেখেছেন। সম্প্রতি ধ্রুব গুহ এর ৩য় চমক “আদরে রাখিও বন্ধু” গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। সেই গানটিও জনপ্রিয়তা বাড়ছে।
জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহ বলেন-১ (এক) কোটি ।। হা বন্ধুরা “যে পাখি ঘর বোঝে না” গানে YouTube ভিউয়ার্স দুটি লিংকে ১কোটি অতিক্রম করেছে। যদিও এটা আমার কাছে তৃপ্তির বিষয় নয়। আমার তৃপ্তির বিষয় বাংলার প্রতিটি অঞ্চলে কোটি কোটি শ্রোতাদের মন জয় করেছে এই গান। কেউ এতে দ্বিমত পোষন করলে বিনয়ের সাথে বলছি জনমত জরীপ করে আসতে পারেন। কৃতজ্ঞ চিত্তে স্মরন করছি এ গানের গীতিকার ও সুরকার প্লাবন কোরেশী, সঙ্গীত পরিচালক তরীক আল ইসলাম, সামাজিক মাধ্যম সহ সকল পেপার, অন লাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার কাছে।
Link1: https://youtu.be/i-ar-KDNtrY
Link 2:https://youtu.be/wqOXCHBmcfM