জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে তাকে পদোন্নতির বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব (ঊর্ধ্বতন নিয়োগ–১) জামিলা শবনম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।