ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

পিচগুলোর একদমই বিশ্রাম নেই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কদিন আগে বসেছে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ বসেছে, তারপর আইএল টি-২০ এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বভাবতই পিচ ঠিক থাকার কথা না। তবে মাঠটির প্রধান কিউরেটর ম্যাথু স্যান্ডেরি আশ্বাস দিয়েছেন, সেরা ওয়ানডে পিচ হবে।

স্লো-লো নাকি ব্যাটিংবান্ধব—পিচের কন্ডিশন কেমন হবে, স্যান্ডেরি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘যে উইকেটগুলোতে চ্যাম্পিয়নস ট্রফির খেলা হবে, আইএলটি টোয়েন্টির শেষ ম্যাচের পর সেগুলো স্বাভাবিক হতে দুই সপ্তাহ সময় পেয়েছে। দুবাইয়ে সম্ভাব্য সেরা পিচ ও কন্ডিশন রাখার চেষ্টা করব। আমি আত্মবিশ্বাসী যে, সারা বিশ্বে ওয়ানডে ক্রিকেটের জন্য যেমন পিচ প্রত্যাশা করা হয়, এখানকার পিচও তেমন উপযোগী থাকবে।’

দুবাইয়ের এই মাঠটিতে সবশেষ ওয়ানডে খেলা হয়েছিল ২০২৪ সালের মার্চে। স্কটল্যান্ডের বিপক্ষে লড়েছিল কানাডা। এখানে পঞ্চাশ ওভারের ক্রিকেটে ৫৮ ম্যাচ খেলা হয়েছে, তবে চারবারের বেশি ৩০০ বা তার বেশি রান জমা করতে পারেনি কোনো দল। অর্থাৎ শুরুতে ব্যাটিং করা দল পড়বে প্রতিপক্ষ বোলারদের তোপে। তবে আজ শান্ত টস জিতে ব্যাট আগে করার সিদ্ধান্ত নিয়েছেন।

রোহিতদের একাদশে ৩ স্পিনার

ওপেনিংয়ে রোহিতের সঙ্গী হচ্ছেন শুভমন গিল। তিন ও চারে বিরাট কোহলি ও কেএল রাহুল। নিচের দিকে ব্যাটিং করার ক্ষমতা আছে জাদেজা ও অক্ষর প্যাটেলের। মাঝে হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার ধরবে হাল। স্পিনার কুলদীপ যাদব ও পেসার হিসেবে থাকতে পারেন হার্ষিত রানা ও মোহাম্মদ শামি।

ভারত সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হার্ষিত রানা ও মোহাম্মদ শামি।
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি দেখাবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।

তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার।

পরিসংখ্যানে এগিয়ে ভারত না বাংলাদেশ

পরিসংখ্যান, শক্তিমত্তা ও মুখোমুখি দেখা—কোনোটিতেই এগিয়ে নেই বাংলাদেশ। এ পর্যন্ত ৪১টি ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছেন টাইগাররা। যার মধ্যে ভারত ৩২টিতে এবং বাংলাদেশ ৮টিতে জিতেছে। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আইসিসি ইভেন্টে মাত্র একবার ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আর কখনো তাদের হারাতে পারেনি টাইগাররা। এবার পেসারদের নিয়ে আরেকটি ইতিহাস গড়তে চান শান্ত ব্রিগেড।

এ গ্রুপে পাকিস্তান গতকাল হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মাঝে দুটি দল যাবে শেষ চারে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫ পিএম

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার
ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার
দুবাইয়ের পিচের কথা মাথায় রেখে তিনজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে টাইগার দলে আছেন তিন স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরুর ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ সময় বিকাল ৩টায় গড়াবে পঞ্চাশ ওভারের লড়াই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সরাসরি খেলাটি দেখাবে নাগরিক টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।

তাসকিন আহমেদের সঙ্গে বোলিং ইউনিটে আছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব। স্পিন অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। ওপেনিংয়ে তানজিদ তামিমের সঙ্গী হবেন সৌম্য সরকার।

Leave a Reply