এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ

নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
১৬ই এপ্রিল ২০২২ অনুষ্ঠিত হলো এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর আয়োজন, ৫ম বাৎসরিক ইফতার মাহফিল ও নৈশভোজ। মহাখালীর রাওয়া ক্লাবের হেলমেট হলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন দেশ বিদেশে ছড়িয়ে থাকা এই গ্রুপের প্রায় ৯ শতাধিক সদস্য। এদিন, পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলে বাৎসরিক ক্রিকেট ট্যুর্নামেন্টের পুরষ্কার বিতরনী। অনুষ্ঠানের বিশেষ আয়োজন ছিল ৯৬৯৮ বিশেষ সম্ভাবনা, যাতে সাতজন কীর্তিময় বন্ধুকে দেয়া হয় সম্মাননা। এছাড়াও সারাবছর গ্রুপের নানান উদ্যোগে নিবেদিত প্রাণ বন্ধুদের ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষনে সাহায্যকারী বন্ধুদের ও দেয়া হয় সম্মাননা। ৯৬৯৮ গ্রুপের প্যানেল ও রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ কমিটির সবার সাথে পরিচয় করিয়ে দেয়া হয় এই অনুষ্ঠানে। হাসি, আনন্দ, স্মৃতিচারণ আর ছবির ক্লিকে স্মৃতিধারণ করার মধ্যে দিয়ে শেষ হয় এই বিরাট বাৎসরিক আয়োজন।

উল্লেখ্য, ২০১৫ এর ২৭ জুলাই এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ গ্রুপ এর জন্ম হয়, বর্তমানে যার সদস্য সংখ্যা ২০ হাজারের ও বেশি। এই অনলাইন প্ল্যাটফর্মের কার্যক্রমকে নতুন মাত্রা দিতে ২০১৮ সালে শুরু হয় অলাভজনক প্রতিষ্ঠান রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের পথ চলা। এই ফাউন্ডেশনের মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে থাকা বন্ধুদের সমন্বয়ে পরিচালিত হয় নানান সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক কার্যক্রম। দেশের প্রয়োজনে বন্যায়, শীতে, মহামারীতে ত্রাণ কার্যক্রম আয়োজন থেকে শুরু করে বন্ধুদের প্রয়োজনে পাশে দাঁড়ানো পর্যন্ত সফলভাবে নানান উদ্যোগ নিয়ে আসছে এই ফাউন্ডেশন। বার্ষিক প্রকাশনা, খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক আয়োজনের মাধ্যমে এগিয়ে চলছে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের কার্যক্রম। ভবিষ্যতে আরো বড় পরিসরে ও ব্যাপ্তিতে এগিয়ে যাবে রঁদেভু ৯৬৯৮ ফাউন্ডেশনের যাত্রা, আয়োজকদের এটাই প্রত্যাশা।

২০২২ এর ৯৬৯৮ বিশেষ সম্মাননা

১. সাংবাদিকতা (প্রিন্ট) – সুজয় মহাজন
২. রাজিব পারভেজ – রাজনীতি
৩. নোমান ফারুক – শিক্ষা
৪. ফকরুল ইসলাম – চাকুরি
৫. ওয়াহিদা শারমিন নিসা – ব্যাবসা
৬. আব্দুল ওয়াহেদ তমাল – প্রযুক্তি
৭. মো: জাহিদুর রহমান চৌধুরী – সাংবাদিকতা

Leave a Reply