নিউজ ডেস্ক, সম্পাদনা-আরজে সাইমুর:
তরুণ প্রজন্মের ব্যস্ততম ফটোগ্রাফার সুমন হোসাইন। ফটোগ্রাফিতে দীর্ঘদিন যাবত সুনামের সাথে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ১০টি ফ্যাশন হাউজ ব্র্যান্ডের কাজ সম্পন্ন করেছেন তিনি। এতে অর্গানাইজেশন ও মেকওভারে ছিলেন সালমা সরোয়ার কবিতা (কবিতা’স মেকআপ স্টুডিও এন্ড স্কিন কেয়ার এন্ড স্কিন কেয়ার এজেন্সী) সর্বোপরি, অর্গানাইজড করেছেন সুৃমন হোসেন ও তার দল (। studio visage). যেসব ব্যান্ডের কাজ করেছেন-
Lina’s thousand things. Usha silk, reinas, needlework. Mashrufa couture, jnj by.Jahanara. Shado. Need,s fashion.
Red foxs.najnin sultan reemi. Alvira’s.
জুয়েলারি স্পন্সরে ছিলেন -নারিয়া আর্টিফিশিয়াল জুয়েলারি। মডেল হিসেবে কাজ করেছেন -চমক, প্রমি, কিমতি, ইরানী, এ্যানি, পাল আহমেদ, ত্রিশিতা, মৌরী, মাহাদী, অ্যামিয়া নূর, মাহি রহমান, ক্লিনিয়া লিন, প্রিয়া তুবা, লাবনী, আলভী রহমান, আবিদা৷ মেকওভার আর্টিস্ট হিসেবে কাজ করেছেন – সুমা রানী, জয়া, ইয়াসমিন, মাহমিদা তনু, মাহিন, রাফী নাফিসা খান মুক্তা, পিয়াস। স্টুডিও সাপোর্ট ছিল– ত্রয়ী স্টুডিও। ফুড স্পন্সর করেছে- হ্যাভেলী। সুমন হোসাইন বলেন- ১০টি ফ্যাশন হাউজ ব্র্যান্ডের কাজ সফলভাবে সম্পন্ন করেছি। বেশ ভালো লেগেছে। আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই।