নিজস্ব প্রতিনিধিঃ- আজ ২৬/০২/২০২১ ইং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বার্ষিক নৌ বিহারের অনুষ্ঠান,মোহনপুর পর্যটন কেন্দ্রে( মতলব উত্তর চাঁদপুর) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ।
তিনি এ সময় বলেন, আওয়ামী লীগ সরকার সাংবাদিক বান্ধব সরকার। সেই কারনে সরকার সাংবাদিকদের বিভিন্ন ভাবে সম্মানিত করেছেন , সাংবাদিকরা হলো জাতির বিবেক। আজকের দিনটি আমার কাছে ঈদের মতো লাগছে , জাতির বিবেকের সাথে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. মাহবুবর রহমান (এসপি চাঁদপুর ) (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক পদে পদন্নোতি প্রাপ্ত ) ও মো. সাইফুল ইসলাম সম্পাদক দৈনিক যুগান্তর । মিজান মালিক সভাপতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন । ইকবাল হোসেন পাটওয়ারী , সভাপতি চাঁদপুর প্রেসক্লাব ,, চাঁদপুর মতলব উত্তর উপজেলার ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল , চাঁদপুর মতলব উত্তরের ওসি শাহ কামাল,যুবলীগের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য ইঞ্জিঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল এছাড়া বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দগন উপস্হিত ছিলেন ।