নিউজ ডেস্ক,সম্পাদনায়-আরজে সাইমুরঃ
সম্প্রতি মুক্তি পেল মডেল সীমা সিনহা, হাসিব’র “মনের খাচায় রাখলাম তোরে”। গানটি গেয়েছেন শিল্পী বখতিয়ার এবং সঙ্গীত করেছেন শামীম মাহমুদ। পরিচালনা করেছেন এ প্রযন্মের তরুণ পরিচালক বিপ্লব হোসেন। গানটির শুটিং হয়েছে পূবাইলের সুন্দর লোকেশনে। এছাড়াও নতুন বছরের জন্য নির্মিত হয়েছে এইচবি ফিল্মসের ভিন্নধারার ১২ মিউজিক ভিডিও। এর আগে এই পরিচালকের “নেশা এখন নতুন জীবন” প্রায় কোটি ভিউ পার করেছে এই নির্মাতা। তারই ধারাবাহিকতায় তিনি আবারও নির্মাণ করলেন এই মিউজিক ভিডিওগুলি। শিল্পী আর এস রাসেল, রায়হান অপু, সৈকত, দৌলত হাসান কণ্ঠে গানে মডেল হয়েছেন সীমা সিনহা, হাসিব, অপূর্ব, অনিমা মীম, মঞ্জু, তাহমিনা আলম, মিফতা সহ অনেকেই। ডিওপি ইবাদ আলীমের সুন্দর কারুকাজে সেট নির্মাণ করেছেন রাসেদ আলম, জোবায়ের। এই গানগুলির প্রধানসহ সহকারি পরিচালক হিসেবে ছিলেন জাকারিয়া হোসেন সোহাগ। সহকারি পরিচালক ছিলেন রাকিবুল হাসান। মেকআপ সাগর রানা, মুন্না এবং গানগুলি কোরিওগ্রাফি করেছেন নুহুরাজ। সঙ্গীতায়জনে ছিলেন শামীম মাহমুদ।
গানগুলি প্রসঙ্গে তরুণ পরিচালক বিপ্লব হোসেন জানান, ’গাজীপুর পূবাইলের হাসনাহেনা ও মেঘলা শুটিং হাউজের মনোরম পরিবেশে এই ১২টি গানের শুটিং করেছেন। তার নির্মিত ইতিমধ্যে এইচবি ফিল্মসের ব্যানারে “নেশা এখন নতুন জীবন” কোটি ভিউ পার করেছেন। তার ধারাবাহিকতায় এই গানগুলির মিউজিক ভিডিও নির্মাণে এগিয়ে আসেন এই তরুণ নির্মাতা। তিনি আশাবাদী এই গানগুলি দর্শকসারা পেলেই সামনে আরও ভাল ভাল কাজ দর্শকদের উপহার দিবেন।
উল্লেখ্য, আগামী বিশ্ব ভালোবাসা দিবসে এইচবি ফিল্মসের ব্যানারে গানগুলি আবারও কোটি দর্শক উপভোগ করতে পারবেন।
ভিডিও লিংক https://www.youtube.com/watch?v=AQZyv-n0DGw