Breaking News
Home / National / ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল ধান কাটার মেশিন

ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পেল ধান কাটার মেশিন

টাঙ্গাইলের ঘাটাইলে চলমান করোনা সংক্রমণ পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দুর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন (ধান কাটার মেশিন) বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে তিন জন কৃষকের মাঝে তিন কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান।

কৃষি মন্ত্রণালয়ের পরিচালনা বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়করা কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া তিন কৃষক হলেন উপজেলার রসুলপুর গ্রামের মো. মুজিবুর রহমান , দত্ত গ্রামের আব্দুস সামাদ ও সাগরদীঘি গ্রামের হিকমত সিকদার।

এসময় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসানের সংসদ সদস্য আতাউর রহমান খান বলেন, কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে প্রতি ঘন্টায় এক একর জমির ধান কাটা, সেই সাথে কর্তণ ও মাড়াই করা যায় এতে ডিজেল খরচ হয় মাত্র ৫ লিটার ডিজেল খরচ হবে। শ্রমিক সংকট নিরসন ও ধানের উৎপাদন খরচ কমাতে কৃষকদের সুবিধার্থে এই মেশিনের মূল্য ২৮ লাখ টাকা হলেও তা সরকারীভাবে ৫০% ভুর্তকি দিয়ে মাত্র ১৪ লাখ টাকায় কৃষকের মাঝে দেয়া হচ্ছে।

ঘাটাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ বলেন, হারভেস্টার মেশিনের মাধ্যমে কৃষকেরা দ্রুত ধান মাড়াই করে ১৪% আদ্রতায় স্থানীয় গুদামে ১০৪০ টাকা প্রতি মণে বিক্রয় করা যাবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এনামুল হক।

About RJ Saimur

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply