কলাবাগানে কিশোরীকে ধর্ষণ চেষ্টা; দারোয়ান গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার (১৯ জুন) ওই কিশোরী তার বান্ধবীকে কলাবাগান লেক সার্কাসের ৫৭/ডি বাসায় খুঁজতে গেলে দারোয়ান রফিক জানান কিশোরীর বান্ধবী বাসা পরিবর্তন করেছে। কিশোরীটির মোবাইল ফোনে চার্জ না থাকায় দারোয়ান ফোন চার্জ দেয়ার কথা বলে কৌশলে কিশোরীকে এক ঘরে আটকে ধর্ষণের চেষ্টা চালায়।

তবে কিশোরীটি দারোয়ানের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে পালিয়ে আসতে সক্ষম হন।

এ বিষয়ে নিউ মার্কেট জোনের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম সাইফ বলেন, এই ঘটনার পাঁচদিন পর আজ রোববার কলাবাগান থানায় কিশোরীর পরিবার মামলা দায়ের করলে পুলিশ দারোয়ান রফিককে গ্রেপ্তার করে।

Leave a Reply