যশোরে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের পালবাড়ি মোড় এলাকার এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সানজিদা সেতু টুম্পা। সানজিদা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকার সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহত সানজিদার স্বজন রফিকুল ইসলাম বলেন, সানজিদা ও তাঁর মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। বৃহস্পতিবার ভোরে তিনি একাই হাঁটতে বের হয়েছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পালবাড়ি মোড় এলাকার বাঙালিপাড়ায় পৌঁছান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সানজিদার মৃত্যু হয়।
যশোরে মালবাহী ট্রেনের ধাক্কায় এক ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে শহরের পালবাড়ি মোড় এলাকার এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম সানজিদা সেতু টুম্পা। সানজিদা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকার সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
নিহত সানজিদার স্বজন রফিকুল ইসলাম বলেন, সানজিদা ও তাঁর মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হন। বৃহস্পতিবার ভোরে তিনি একাই হাঁটতে বের হয়েছিলেন। সকাল সাড়ে ছয়টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পালবাড়ি মোড় এলাকার বাঙালিপাড়ায় পৌঁছান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সানজিদার মৃত্যু হয়।
যশোর রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির উপপরির্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, পুলিশ সানজিদার মরদেহ উদ্ধার করেছে। লাশের ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।