দায়িত্ব পালন না করে ঘুমাচ্ছিল পুলিশ !!

পুলিশ কর্মকর্তাদের সদাসতর্ক থাকার বিষয়টি তদারকে মাঠে নামেন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। পুলিশ কর্মকর্তারা রাতের দায়িত্ব কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি থানা আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় হাতেনাতে ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার কর্তব্যে অবহেলার বিষয়।

ঘটনার শুরু গত সোমবার। পুলিশ কর্মকর্তাদের সতর্কতা যাচাই করতে মাঠে নেমে পড়েন মধ্যপ্রদেশের পুলিশ তত্ত্বাবধায়ক মুহাম্মদ ইউসুফ কোরেশি। রাতের দায়িত্ব কে কীভাবে পালন করছেন, তা দেখতে কয়েকটি পুলিশ স্টেশনে আকস্মিক পরিদর্শন করেন তিনি। এ সময় ধরা পড়ে তিন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়।

বিজয়নগর থানায় রাতের দায়িত্বে ছিলেন সহকারী উপপরিদর্শক। কোরেশি যখন সেখানে যান, বেশ আরাম করেই ঘুমাচ্ছিলেন তিনি। সানয়োতাগঞ্জের পুলিশ স্টেশনে গিয়ে দায়িত্বরত প্রধান কনস্টেবলকে একই অবস্থায় পাওয়া যায়। এমনকি এ সময় কেবল অন্তর্বাস পরেই ঘুমাচ্ছিলেন তিনি।

আর এরপরই দায়িত্বতে থাকা অবস্থায় ঘুমানোর অপরাধে অব্যাহতি দেওয়া হয় ওই দুই পুলিশ কর্মকর্তাকে। একই সঙ্গে আজাদনগর থানায় গিয়ে কনস্টেবলকে দায়িত্বে পালনে না পাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়।

Leave a Reply