দুটি রহস্য ফাঁস করলেন সাকিব

বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ হারে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল। সেই ম্যাচে সাকিব ৭৫ রানের ইনিংস খেলেন। এরই ফলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে চার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হাফসেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন সাকিব।এবার সেই রহস্য ফাঁস করেছেন সাকিব। তিনি বলেন, ‘জানি না! তবে অন্য বিশ্বকাপের মতো শেষটা ওভাবে করতে চাই না। আরও ভালো যেন হয় সেই চেষ্টা থাকবে। তবে শুরুটা ভালো হলে সুবিধা একটু বেশি থাকে। যেহেতু আরও ৮ ম্যাচ আছে, চেষ্টা থাকবে দলে আরও অবদান রাখতে।’এদিকে মুশফিকের সঙ্গে সাকিবের জুটি ওয়ানডে এবং টেস্টে বাংলাদেশের সফল জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। যা কিনা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের জুটি।মুশফিকের সঙ্গে জুটির রহস্য নিয়ে সাকিব বলেন, ‘বিকেএসপিতে পড়েছি, সেটির চেয়ে অনূর্ধ্ব-১৫ ক্রিকেট থেকে খেলছি মুশফিক ভাইয়ের সঙ্গে। বেশির ভাগ সময়ে ব্যাটিং অর্ডারে তাঁর পরে কিংবা আগে নামা হয়েছে। ওনার সঙ্গে তাই অনেক ব্যাটিং করা হয়েছে। জাতীয় দলে আসার পরও তা-ই হয়েছে।’তিনি আরো বলেন, ‘এ কারণে সুযোগগুলো সৃষ্টি হয়েছে। তাঁর সঙ্গে অনেক বড় বড় জুটি হয়েছে। (বিশ্বকাপের) বাকি ৮ ম্যাচে যদি ৪-৫টা এমন বড় জুটি গড়তে পারি, অনেক ভালো হবে।’

Leave a Reply