দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান আর আলোচিত নায়িকা বুবলী দুজনেই বলছেন, ‘মনের মানুষ পাইলাম না’। তাঁরা দুজন মনের মানুষ পেয়েছেন কি পাননি, তার জন্য অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। সেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান ও বুবলী অভিনীত নতুন ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’। এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে ছিলেন ছবির নায়ক শাকিব খান, নায়িকা বুবলী, পরিচালক জাকির হোসেন রাজু এবং চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরা।এরই মধ্যে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির শুটিং শুরু হয়ে গেছে। যেহেতু দুই নায়ক-নায়িকার শিডিউল মেলানো সম্ভব হচ্ছিল না, তাই মহরত অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। গতকাল মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, পানিসম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্যসচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা, সোহানুর রহমান রহমান প্রমুখ।শাকিব খান বলেন, ‘সবাই জানেন এবং মানেন, একটি ভালো চলচ্চিত্র একটি দেশ গঠনে সহায়তা করে। একটি পরিবার গঠনে সহায়তা করে। পরিবারের সুসম্পর্ক গঠনে সহায়তা করে। আমরা অনেক সময় বড় মানুষদের মুখে বলতে শুনেছি, ছোটবেলায় মা, বোন ও পরিবার-পরিজনের সঙ্গে সিনেমা দেখতে যেতাম। তারা কিন্তু শুধু সিনেমাই দেখতে যাননি, পাশাপাশি তাদের পারিবারিক সম্পর্কও দৃঢ় হয়েছে। রাজু (জাকির হোসেন রাজু) ভাই যখন আমাকে “মনের মতো মানুষ পাইলাম না” ছবির কথা বললেন, তখন এর গল্প আমার হৃদয় ছুঁয়ে গেছে।’‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির নাম শুনে অনেকে বলেছেন, এটি সেকেলে একটি নাম। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি পরিচালক রাজু ভাইকে জিজ্ঞেস করেছি, এই নাম কেন? একটু অন্য রকম নামও তো হতে পারে। তিনি যে যুক্তি দিয়েছেন, তাতে আমি সন্তুষ্ট হয়েছি। তিনি বলেছেন, পৃথিবীতে যত সফল মানুষ আছেন, আক্ষেপ করে অনেক সময় বলেন, আহারে মনের মতো একটা মানুষই পাইলাম না। এটি একটি পরিচ্ছন্ন ছবি। পরিবার আর পারিবারিক বন্ধন অটুট করার ছবি, এটি দেশপ্রেমের ছবি, সুন্দর যুবসমাজ গড়ার ছবি।’চিত্রনায়িকা বুবলী বলেন, ‘এই ছবিতে সম্পূর্ণ নতুন এক বুবলীকে পাবেন আপনারা। ছবিটি সবার ভালো লাগবে, পছন্দ হবে, এটুকু নিশ্চিত করে বলতে পারি। কারণ, এটি আমাদের সবার কথা বলবে।’মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি প্রযোজনা করছে দেশ মাল্টিমিডিয়া। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে আছেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।