ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ সাকিবের

সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা মজা করে বলে থাকেন ‘বাংলাদেশের জান’। সাকিব যেভাবে উজাড় করে দিচ্ছেন তাতে এমন একটা লাইন পাওয়াটাই স্বাভাবিক। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নিজের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করে চলেছেন ১৩ বছর ধরে।

এই ১৩ বছরের ক্যারিয়ারে খেলেছেন ২০১ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আজ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে এসে পূর্ণ করলেন ৬ হাজার রান।

ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিয়েছেন সমান ম্যাচে ২৫৪ টি উইকেট।

সাকিবের আগে দেশের হয়ে ৬হাজার রান পূর্ণ করেন তামিম ইকবাল। মুশফিকুর রহিমও আছেন ছয় হাজারের দৌড়ে। তার সংগ্রহ এখন পর্যন্ত ৫ হাজার ৬৯৯ রান।

iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/xJUhou3bT_Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen>

Leave a Reply