নওগাঁর মান্দা উপজেলায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের নীলকুঠি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মৃত ইয়াদ আলীর ছেলে কামাল হোসেন (৪০) ও মো. কায়েম উদ্দিনের ছেলে মো. সুমন (১২)। নিহত কামাল হোসেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুমন একই বিদ্যালয়ের শিক্ষার্থী।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নিহত দুজন মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। পথে হানিফ পরিবহনের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হানিফ পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
iframe width=”1195″ height=”672″ src=”https://www.youtube.com/embed/xJUhou3bT_Y” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen>