কেনিয়া-সোমালিয়ায় বোমা হামলায় পুলিশসহ নিহত ১৯

কেনিয়া ও সোমালিয়ায় সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হয়েছেন ১১ পুলিশসহ অন্তত ১৯ জন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন।
কেনীয় পুলিশ জানায়, শনিবার অপহৃত তিন পুলিশ সদস্যকে উদ্ধারে সোমালিয়া সীমান্তবর্তী ওয়াজির কাউন্টিতে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের সদস্যদের তাড়া করছিল নিরাপত্তা বাহিনী। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজনরা। এতে নিহত হন অন্তত ১১ পুলিশ।

এদিকে প্রতিবেশী দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। আহত হন আরও ১৬ জন।
পুলিশ জানায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কের নিরাপত্তা চৌকি লক্ষ্য করে প্রথম গাড়িবোমার বিস্ফোরণ ঘটায় আল-শাবাবের সন্দেহভাজন জঙ্গিরা। এতে কেউ হতাহত হয়নি। পরে আরও একটি বিস্ফোরণ ঘটালে প্রাণ যায় অন্তত আটজনের।

Leave a Reply