বাউবির এসএসসিতে ৪৮ শতাংশ পাস

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন ২০১৯ সালের এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৭২ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে দ্বিতীয় বর্ষে মোট ৩৩ হাজার ৫৯৮ জন। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে ১৬ হাজার ১৩২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ০১ শতাংশ।

Leave a Reply