Breaking News
Home / Entertainment / “তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

“তুই বন্ধু মানুষ ভালানা” আসছে জেডএস-এর মিউজিক্যাল ফিল্ম

১৩ জুন বিকেল ৪টায় জেডএস এন্টারটেইনমেন্ট (ZS Entertainment) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম “তুই বন্ধু মানুষ ভালানা। গানটির কথা, সুর,গল্প ও পরিচালনা করেছেন আজিজুল হক। গেয়েছেন কণ্ঠশিল্পী আকরাম খাঁন, সংগীত পরিচালনা করেছেন জেড.এইচ বাবু। গানে মডেল হিসেবে অভিনয় করেছেন সময়ের আলোচিত মডেল আনান,তৃষ্ণা ও সাকিব। ডি.ও.পি-সানি খাঁন এডিট এন্ড কালার করেছেন এস.এম তুষার।

গানটির রূপকার আজিজুল হক বলেন- গানটি ব্যাপক সারা জাগবে ইনশাআল্লাহ। এই গানটি সবার বহু কষ্টের ফসল, হাজার বছর বেঁচে থাকবে. দর্শক ও শ্রোতাদের হৃদয়ে। গানটি চির ঋনী হয়ে থাকবে ধোবাউড়াবাসী ও জেডএস-এর সহযোগিতার কাছে।

About hasan mahmmud

Check Also

সংবাদ পাঠিকা হিসেবে “ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড” পেলেন মরিয়ম আক্তার ইকো

বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: করোনা পরিস্থিতিতে বিভিন্ন টিভি চ্যানেলে করোনা যোদ্ধা হিসেবে অনেক নিউজ প্রেজেন্টাররা …

Leave a Reply