সম্পাদনায়- আরজে সাইমুরঃ
গায়ক আসিফ মানেই চমক। এবার তার গানে মডেল হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন চিত্রনায়ক অমিত হাসান। আসিফের গাওয়া এই গানের নাম ‘লুট হয়েছি’। এ গানে আসিফের সহশিল্পী হিসেবে থাকবেন কোনাল।
দ্বৈত এই গানের ভিডিওতে অমিত হাসানকে দেখা যাবে ভিলেন চরিত্রে। যথারীতি নায়ক হিসেবে আসিফকেই দেখা যাবে এখানে। আর নায়িকা হিসেবে থাকছেন মডেল সামিয়া হক।
প্রযোজনা প্রতিষ্ঠান জেডএস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পাবে আসিফ ও কোনালের নতুন এই গান।
সুপরিচিত নির্মাতা শাহীন খান ‘লুট হয়েছি’ গানের ভিডিও বানাচ্ছেন এবার ফিল্মি স্টাইলে।
এ প্রসঙ্গে শাহীন খান বলেন, ‘এখন মানুষ গান শোনার চেয়ে গানের ভিডিও দেখেন বেশি। তাই আসিফ ও কোনালের এই গান আমি ফিল্মি স্টাইলে অ্যাকশনধর্মী গল্প নির্ভর বানাচ্ছি। তাই ফিল্মের ফাইট ডিরেক্টর দিলু ভাইকেও আমাদের এই গানের সাথে রেখেছি। অমিত হাসান ভাই আমাদের সঙ্গে কাজ করায় আমরা খুব আনন্দিত। আশা করছি এবার মিউজিক ভিডিওতে বিশাল চমক দেখতে পাবেন সবাই।’
উল্লেখ্য, ‘লুট হয়েছি’ গানটি লিখেছেন নীহার আহমেদ, সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ বাশার পংকজ।