এম আর খান সুজনের “আমি তোর পাগল ছেলে মা”।পৃথিবীর আলো দেখাতে গিয়ে মরণ যন্ত্রণা মেনে নিয়েছো । অশ্রু চোখে বুকে জড়িয়ে প্রশান্তি সুখের হাসি হেসেছো , সেতো আর কেই নয় সে শুধুই মা । কিছু না বলেই কোথায় হারালে । তোমার পাগল খুঁজে ফিরে তোমার দেখা মেলেনা , আমি তোর পাগল ছেলে মা । অসাধারণ কথা ও সুরের গানটিতে কথা ও কণ্ঠ দিয়েছেন এম আর খান সুজন নিজেই । আলিম হালদারের সুরে ওয়াহেদ শাহিন সংগীতে পরিচালনা করেছেন । গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহফুজ ইসলাম । চিত্রগ্রহণে ছিলেন মোঃ সোলায়মান । মডেল হিসাবে কাজ করেছেন নওমি খান ও স্বপ্ন । মা দিবসের এই গানটি দর্শকদের কাছে বেশ সারা ফেলেছে । গান নিয়ে এম আর খান সুজন বলেন – গানের প্রতি ভালবাসা থেকেই গান করি । সকলের দোয়া পেলে জীবনের শেষ দিন পর্যন্ত গান করে যেতে চাই ।