পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ স্বদেশ টিভির ব্যানারে প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী কাজী নওরিনের ইসলামিক গান ‘আল্লাহু”। আজ এই ইসলামিক গানের মধ্য দিয়ে অফিসিয়াল ভাবে যাত্রা শুরু হলো স্বদেশ টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেল- www.youtube.com/swadeshtv প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন স্বদেশ মাল্টিমিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর, কন্ঠশিল্পী অন্তর রহমান, মডেল-অভিনেত্রী প্রিয়াংকা, কন্ঠশিল্পী সাদি, মডেল ফয়সাল দীপ, কৌতুক অভিনেতা জিতু শেখ, প্রযোজক ও অভিনেতা কিরন খান, সংগীত পরিচালক এসএম তুষার ও স্বদেশ পরিবারের প্রিন্স, রাজ, শেখ সাদি, রায়হান সহ সদস্যবৃন্দরা। কন্ঠশিল্পী নওরিন হঠাৎ অসুস্থ হবার কারনে উপস্থিত থাকতে পা রেননি।
ইসলামিক গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন কাজী নওরিন। ভিডিও পরিচালনা করেছেন কন্ঠশিল্পী নিজেই। এ প্রসঙ্গে গানটির প্রজেক্ট ডিরক্টের বলেন ‘আরজে সাইমুর বলেন- পবিত্র মাহে রমজানে আমরা অফিসিয়ালভাবে কাজী নওরিনের ইসলামিক গান দিয়ে যাত্রা শুরু করেছি। আর নওরিন খুব ভালো গান করে আশা করি সবার কাছে গানটি ভালো লাগবে এবং এখন থেকে স্বদেশ টিভির ব্যানারে নিয়মিত মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, নাটক প্রকাশ করা হবে। সবাই স্বদেশ টিভির পাশে থাকবেন ও স্বদেশ মাল্টিমিয়িার জন্য দোয়া করবেন। কন্ঠশিল্পী নওরিন জানান- আপনাদের ভালবাসা এবং আমাকে সাপোর্ট করবার জন্য আমি কৃতজ্ঞ থাকবো অনুষ্ঠানে উপসস্থিত স্বদেশ মাল্টিমিডিয়া কর্নধার আরজে সাইমুর রহমানসহ উপস্থিত সকলকে অন্তর থেকে ভালবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আমার জন্য সবাই দোয়া করবেন আগামীতে আরো ভালো গান উপহার দিতে পারি।