Breaking News
Home / Entertainment / ৩ মে ‘ডিসিআরইউ শোবিজ এ্যাওয়ার্ড’

৩ মে ‘ডিসিআরইউ শোবিজ এ্যাওয়ার্ড’

বরাবরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ) আয়োজিত ‘ডিসিআরইউ শোবিজ অওয়ার্ড এর আসর।
আগামী ৩মে বাংলাদেশ জাতীয় জাদুঘর,শাহবাগের প্রধান মিলনায়তন অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান।গতানুগতিক বারের মতো এবারও চলচিত্র,টেলিভিশন,সঙ্গীত,নৃত্য, ফ্যাশন এবং মঞ্চ ব্যক্তিত্বদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীর মন্ত্রী ড.হাসান মাহমুদ এম.পি।উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতি মন্ত্রণালয়েয় মাননীয় তথ্যমন্ত্রী কে.এম.খালিদ এম.পি, সাবেক মন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক এম.পি,আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি,ড. কুতুব উদ্দিন চৌধরী,এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, জনাব মোঃ আওরঙ্গজেব সিদ্দিকী নান্নু,সাধারণ সম্পাদক,রাজউক কর্মকর্তা-কর্মচারী সমিতি লিমিটেড। সভাপতিত্ব করবেন ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি(ডিসিআরইউ)’র প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রেজাউল করিম রেজা।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার এটিএন বাংলা,স্বদেশ টিভি,স্বদেশ নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশের আলো।

About hasan mahmmud

Check Also

ইজি ফ্যাশনের ঈদ কালেকশন

ঈদুল ফিতর মানেই যেন পোশাক, সবাই নতুন পোশাক সংগ্রহ করে । ঈদের আনন্দ এখন পোশাকের …

Leave a Reply