Breaking News
Home / News / গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত মা-মেয়ে আহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত মা-মেয়ে আহত

গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামক স্থানে সেনা কল্যাণ সংস্থার দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক রিক্সাভ্যানচালক খয়বর আলী (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ দূর্ঘনায় ভ্যানের যাত্রী মা শাহিনুর বেগম (৪৫) ও তার শিশুকন্যা নিলা (৮) আহত হয়।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খয়বর ওই উপজেলার কামারদহ চকপাড়া গ্রামের মৃত আমির শেখের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দক্ষিণে ফাঁসিতলা পেট্রোল পাম্প এলাকায় ঢাকাগামী একটি ট্রাক যাত্রীবাহী একটি ভ্যানকে সাজোরে ধাক্কা দিলে রিক্সাভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় ভ্যানচালক খয়বর আলী ঘটনাস্থলে মারা যান। এসময় রিক্সাভ্যানের অপর দুই যাত্রী তালুককানুপুর ইউনিয়নের বিলভর্তি গ্রামের লেবু মিয়ার স্ত্রী শাহিনুর বেগম ও তাঁর শিশুকন্যা নিলা আহত হয়। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহত মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ছবি সংযুক্ত

About hasan mahmmud

Check Also

বহুমুখী প্রতিভার অধিকারী সুমা পারভীন

নিজস্ব প্রতিবেদক: জন্মের সময় কোন শিক্ষাই অর্জন করে পৃথিবীতে কেউ আসে না, কেউ ঠকে শিখে …

Leave a Reply