বাংলালিংকের গ্রাহকের বৃদ্ধির হার বেড়েছে !!!

মোবাইল অপারেটর বাংলালিংক দাবি করেছে, গত মার্চ মাসে মোবাইল গ্রাহক বৃদ্ধির হার বেড়েছে তাদের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে বাংলালিংকের গ্রাহকসংখ্যা ১ শতাংশ হারে বেড়ে ৩ কোটি ৪৪ লাখ হয়েছে। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা লিংকের তথ্য অনুযায়ী, দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা গত ফেব্রুয়ারি থেকে দশমিক ৮ শতাংশ হারে বেড়ে গত মার্চে ১৫ কোটি ৯৮ লাখ হয়েছে। দেশের শীর্ষ তিনটি অপারেটরের মধ্যে গ্রাহকসংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে রয়েছে বাংলালিংক। নতুন গ্রাহকের সংখ্যার হিসাবে প্রথমে রয়েছে গ্রামীণফোন।

বাংলালিংক জানিয়েছে, গ্রাহকসংখ্যা বাড়ায় মোবাইল অপারেটরদের বাজার দখলে পরিবর্তন ঘটেছে। ফেব্রুয়ারি থেকে মার্চে বাংলালিংক ও টেলিটকের বাজার দখলের পরিমাণ বেড়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ হারে।

বাংলালিংকের করপোরেট যোগাযোগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক আংকিত সুরেকা বলেন, ‘ফেব্রুয়ারির পর মার্চেও গ্রাহকসংখ্যার বাড়ার হার ধরে রেখেছে বাংলালিংক। গ্রাহকদের উন্নত মানের সেবা দিয়ে গ্রাহক বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখতে চাই।’

Leave a Reply