” শাহজালালের টয়লেট থেকে ৪ কেজি স্বর্ণ উদ্ধার !!!!

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে চার কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল রোববার দিনগত রাত ১টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, রোববার রাতে বিমানবন্দরের ৮নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে চার কেজি ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ঢাকা কাস্টমসের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান অথেলো চৌধুরী। এর আগে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের টয়লেট ও ২টি সিট থেকে মোট ২৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

Leave a Reply