সেরা দুটি জুটি !!

একটি দর্শক জরিপে এবার সেরা জুটি হিসেবে নির্বাচিত হলেন অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত জুটি। ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফ এ বছরে মুক্তি পাওয়া ছবিগুলোর জুটি নিয়ে একটি জরিপ করে। সেখানেই জিতে যান এই জুটি। এটি নিয়ে অনিল কাপুর একটি টুইটও করেন।

অনিল কাপুর লেখেন, ‘আমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। ১৯৮৬ সালে ৩৩ বছর আগে প্রথম শুটিং থেকে আজ পর্যন্ত দর্শকেরা মনে রেখেছে। আপনারাই ভালোবেসে আমাদের এই জুটি তৈরি করেছেন।’
অনিল কাপুর ও মাধুরী দীক্ষিত টোটাল ধামাল ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেন। জরিপে তাদের সঙ্গে প্রতিযোগিতায় ছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট গালি বয় ছবির জন্য, কার্তিক আর্য ও কৃতি শ্যানন লুকা ছুপি ছবির জন্য এবং সোনম কাপুর ও রেজিনা কাসান্দ্রা এক লাড়কি কো দেখা তো অ্যায়সা লাগা ছবির জন্য। বলিউড লাইফ

Leave a Reply