Breaking News
Home / News / ”এয়ার অ্যারাবিয়ায় যুক্ত হলো এয়ারবাস ‘এ’৩২১ এলআর ।

”এয়ার অ্যারাবিয়ায় যুক্ত হলো এয়ারবাস ‘এ’৩২১ এলআর ।

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়ায় নতুন উড়োজাহাজ এয়ারবাস এ৩২১ এলআর যুক্ত হয়েছে। গতকাল বুধবার এয়ার অ্যারাবিয়ার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের কোনো এয়ারলাইনসে এই প্রথম এ৩২১ এলআরের ব্যবহার শুরু হলো। এয়ারলাইনসটি শিগগিরই তাদের বহরে আরও ছয়টি এয়ারক্রাফট যুক্ত করবে। এর মাধ্যমে বর্তমান যাত্রাপথে যাত্রী ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এর ফলে প্রতিষ্ঠানটির বাজার সম্প্রসারণেরও সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে এয়ার অ্যারাবিয়ার ৫৩টি এ৩২০ এয়ারক্র্যাফট আছে। এসব এয়ারক্রাফট চারটি মূল যাত্রাপথ থেকে ১৫৫টিরও বেশি গন্তব্যে যাওয়া-আসা করে।

এয়ার অ্যারাবিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আদেল আল আলী বলেন, ‘এ৩২১ এলআর আমাদের বর্তমান এয়ারক্র্যাফটগুলোর সঙ্গে যুক্ত করতে পেরে আমরা অনেক আনন্দিত। এটি এয়ার অ্যারাবিয়ার অন্যতম একটি অর্জন। এ৩২১ এলআর সংযোজনের ফলে আমরা আমাদের গ্রাহকদের আরও কম খরচে নতুন এবং আরও দূরের গন্তব্যে যেতে সহায়তা করতে পারব।’

এয়ার অ্যারাবিয়ার নতুন উড়োজাহাজ এ৩২১ এলআরে ২১৫ জন যাত্রী ধারণের ক্ষমতা আছে। এতে আছে নতুন কেবিনসজ্জা।

About hasan mahmmud

Check Also

ইষ্ট ওয়েস্টর ছাত্র শান্তর অভিনব প্রতারণা, লুকিয়ে বিয়ে, শরীর ভোগ ও শিশু হত্যা

নিজস্ব প্রতিনিধি: ইষ্ট ওয়েস্টে ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র হাসিবুল হাসান শান্ত কলেজ ছাত্রীর …

Leave a Reply