রংপুরে ইয়াবাসহ এসআই গ্রেপ্তার পুলিশের হাঁতে।

রংপুরের পীরগাছা উপজেলায় ২৫০ ইয়াবাসহ পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়

রেপ্তার এসআই ইজ্জত আলী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানায় কর্মরত। এর আগে তিনি কুড়িগ্রাম সদরে গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরের পঞ্চানন গ্রামে। গ্রেপ্তার বাকি পাঁচজন হলেন পীরগাছা উপজেলার জাদুলস্কর এলাকার মামুন মিয়া (২৫), আরিফ হোসেন (২৮), জিয়াউর রহমান (২৭), পিয়াল (৩০) ও অন্নদানগর এলাকার পিংকু (২৭)।

এসআইকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগরে অভিযান চালানো হয়। গতকাল মধ্যরাতে হাতবদল হওয়া ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি মামলা করেছে। গ্রেপ্তার ছয়জনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply