Breaking News
Home / News / বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র “খেলঘর” মুক্তিপাবে গানওয়ালার ইউটিউবে।

বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র “খেলঘর” মুক্তিপাবে গানওয়ালার ইউটিউবে।

দেবলীনা সুরের রবীন্দ্রসংগীত এর অডিও অ্যালবাম “কী হাওয়ায় মাতালো” থেকে এবার ২য় গানচিত্র “খেলাঘর” প্রকাশ পাবে এই বৈশাখে।এই গানচিত্রের সুটিং হয়েছে ভারতের বোলপুর, শান্তিনিকেতনের খোয়াই হাট, শালবন ও শাওতাল পল্লিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের “খেলা ঘর বাঁধতে লেগেছি” দেবলীনার গাওয়া এই গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য্য উল্লেখ্য, কদিন আগে এই সংগীত পরিচালকের “সোয়েটার” সিনেমার গান “প্রেমে পরা বারণ” বেশ জনপ্রিয়তা পেয়েছে দুই বাংলায়। গানচিত্রটি সম্পর্কে শিল্পী দেবলীনা সুর জানান আমার গাওয়া রবীন্দ্রসংগীত এর অ্যালবাম “কী হাওয়ায় মাতালো” থেকে “মোর ভাবনারে কী হাওয়ায়” এর মিউজিক ভিডিও প্রকাশের পর শ্রোতা-দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম থেকে আরেকাট গানের ভিডিও করা। “খেলাঘর” গানচিত্র পরিচালনা করেছেন সুমন সাহা। চিত্রগ্রহণ করেছেন অতনু সর ও অজিত মাইতি। বর্তমানে গানচিত্রের সম্পাদনার কাজ চলছে। আশা করছি ১লা বৈশাখের আগেই গানের ভিডিওটি গানওয়ালার ইউটিউবে মুক্ত হবে। এছাড়াও ভারতের আকাশ৮ সহ দেশের টিভি চ্যানেল গুলোতে গানটি প্রচারিত হবে। আশা করি গানচিত্রটি সবার ভালো লাগবে।

বৈশাখে দেবলীনা সুরের গানচিত্র “খেলঘর” মুক্তিপাবে গানওয়ালার ইউটিউবে।

About hasan mahmmud

Check Also

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের রোগমুক্তি চেয়ে কোরআন খতম ও দোয়া

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ( বা ফু ফে ) সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল …

Leave a Reply