ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়াতে বসতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। টানা চতুর্থ-বার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশও। তার আগে দারুণ সময় কাটছে বাংলাদেশ নারী দলের।
এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হবার পর আজ ভারত ‘বি’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সালমা খাতুনরা। বাংলাদেশ ছাড়াও এ টুর্নামেন্টে অংশ নেয় থাইল্যান্ড, ভারত ‘এ’ ও ‘বি’ দল।ভারতের পাটনায় চার দলীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয় ভারত ‘বি’ দলের। ফাইনালে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা খাতুন।ব্যাট করতে নেমে ১৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে বাংলাদেশ। কিন্তু ১৪তম ওভারে সানজিদা ইসলাম ও মুরশিদা খাতুনের বিদায়ের পর রানের চাকা থমকে যায়। সানজিদা ও মুরশিদা দুজনই করেছেন সমান ৩৪ রান।বাংলাদেশের ইনিংসে সানজিদা ও মুরশিদা ছাড়া তৃতীয় সর্বোচ্চ রান করেন চারে ব্যাট করতে নামা নামা নিগার সুলতানা (১৮)। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান তুলে বাংলাদেশ।জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় ‘বি’ দলের ব্যাটাররা তোপে পড়েন সালমা-জাহানারাদের। এতে নিয়মিত বিরতিতে উইকেট দিয়ে আসে তারা।ভারত ‘বি’ দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন ৪৮ রানের ইনিংস। এছাড়া বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ৮ উইকেট হারিয়ে ১০৩ রানে থেমে যায় ভারতের ইনিংস। বাংলাদেশের পক্ষে সালমা ও জাহানারা নেন সমান ২টি করে উইকেট।