Breaking News
Home / News / ঝিনাইদহে বাবার হত্যায় ছেলের যাবজ্জীবন

ঝিনাইদহে বাবার হত্যায় ছেলের যাবজ্জীবন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।

সাজা পাওয়া আসামির নাম তাহেরুল ইসলাম। নিহত বাবার নাম আবদুল গনি। তাঁরা উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।

সাজা পাওয়া আসামির নাম তাহেরুল ইসলাম। নিহত বাবার নাম আবদুল গনি। তাঁরা উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা।

আসামিপক্ষের আইনজীবী দবির উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা এখন উচ্চ আদালতে যাবেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত আবদুল গনি কালীগঞ্জ উপজেলার মোরারকগঞ্জ চিনি কলে কর্মচারী থাকাকালে মস্তিষ্কবিকৃতি ঘটে। এ জন্য তাঁকে অবসর দেওয়া হয়। চিনিকল গনিকে ২ লাখ টাকা দেয়। ওই টাকা পাওয়ার জন্য ছোট ছেলে তাহেরুল বাবাকে চাপ দিতেন। এ জন্য বাবাকে মারধরও করতেন তাহেরুল। ২০১৪ সালের ২৩ জানুয়ারি সকালে বাবা মারা গেছেন বলে তাহেরুল পরিবারের লোকদের জানান। পরিবারের লোকজন আবদুল গনির মরদেহ দেখতে গিয়ে হত্যার সন্দেহ করেন। এতে গনির ভাই আবদুর রহিম বাদী হয়ে তাহেরুলসহ অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাহেরুলের শাস্তি হয়েছে।

About hasan mahmmud

Check Also

ইষ্ট ওয়েস্টর ছাত্র শান্তর অভিনব প্রতারণা, লুকিয়ে বিয়ে, শরীর ভোগ ও শিশু হত্যা

নিজস্ব প্রতিনিধি: ইষ্ট ওয়েস্টে ইউনিভার্সিটির আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র হাসিবুল হাসান শান্ত কলেজ ছাত্রীর …

Leave a Reply