সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: গতকাল দেশের স্বনামধন্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজ এর কর্নধার জহিরুল ইসলাম সোহেল আলোচিত ও জনপ্রিয় কন্ঠশিল্পী ধ্রুব গুহকে “শুধু তোমার জন্য” এলবামের গানগুলো মোবাইল রিংটোন ও ওয়েলকাম টোন এর চেক প্রদান করেন। সিডি চয়েসের ব্যানারে “শুধু তোমার জন্য” এ্যালবামটি গত বছর রেকর্ড তৈরী করে। যা বাংলা গানকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। বাংলা গানও সঙ্গীত ভূবনের এই আলোচিত নক্ষত্র রেডিও স্বদেশ ডট নেটকে বলেন- “শুধু তোমার জন্য” এলবামের গানগুলো মোবাইল রিংটোন ও ওয়েলকাম টোন হিসেবে যারা শুনছেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গতকাল সিডি চয়েজ এর কর্নধার জহিরুল ইসলাম সোহেল ভাই এর কাছ থেকে এই মোবাইল টোনের জন্য একটা চেক গ্রহন করেছি যার মধ্যে জড়িয়ে আছে শুধুই আপনাদের ভালবাসা। মুহুর্তটাকে আলোকিত করেছে এলবামের জনক তরিক আল ইসলাম, মিডিয়া কর্মী ওমর ফারুক ও সাজু ও সুমন রানা প্রমুখ।
Check Also
সুমন হোসেন এবার এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন । যে এরই …