Breaking News
Home / Entertainment / মা দিবসে জিদানের ‘জগৎ সংসার ‘

মা দিবসে জিদানের ‘জগৎ সংসার ‘

বিনোদন প্রতিবেদক : মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত এইকথা জেনেও আমরা সন্তানরা ভূলে যাই মায়ে প্রতি দায়িত্বের কথা এমনি এক গল্প নিয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘জগৎ সংসার’ আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রিদম খান শাহীন. নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশের বরেণ্য অভিনেত্রী মঞ্চ কোকিলা ফেরদৌসী মজুমদার তার ছেলের ভূমিকায় অভিনয় করেছেন জিদান সরকার আরও অভিনয় করেছেন – তৌকির আহম্মদ , সুষমা সরকার, সুমনা সুমা, শফিউল আলম বাবু, ফাহমি । নাটকটি মা দিবসে রাত ১০ টায় নাগরিক টিভিতে প্রচার করা হবে

নাটকের গল্প দেখা যাবে রেনু বেগম (ফেরদৌসি মজুমদার) একজন সম্ভ্রান্ত ঘরের বউ, স্বামী সংসার ছেলে ও ছেলেদের বউদের দিয়ে বেশ হাসি খুশি ভাবে কেটে যাচ্ছিল দিন, হঠাৎ একদিন রেনু বেগমের স্বামী মারা যায়, সেই থেকে নেমে আসে সংসারে কালো ছায়া, বাড়ির পুরনো কাজের মহিলা মীনারাকে ছেলের বউ’রা যুক্তি করে বের করে দেয়। রেনু বেগম কিছু বলতে পারেন না। তার হাত থেকে ধীরে ধীরে কর্তৃত্ব হারাতে থাকে। এমনকী বাড়িটিও সকলেই মিলে দখল ডেভলোপারদের দিয়ে দেয়। এভাবেই কাহিনি এগোতে থাকে।

About hasan mahmmud

Check Also

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক, সাইমুর রহমান: গত ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল …

Leave a Reply