Breaking News
Home / Entertainment / কন্ঠিশিল্পী লিলিয়েন নীলার “পরানে বাজে বাশি”

কন্ঠিশিল্পী লিলিয়েন নীলার “পরানে বাজে বাশি”

গতকাল ২৬ শে এপ্রিল, সন্ধ্যা ৭টায় ধানমন্ডি ক্লাব লিঃ এ কন্ঠশিল্পী লিলিয়েন পাল নীলা-এর রবীন্দ্রসংগীতের একক অডিও অ্যালবাম “পরানে বাজে বাঁশি”- এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মহাদেব ঘোষ’ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পরিচালক (রবিরশ্মি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষাগুরু, লেখক এবং বুলবুল ললিতকলা একাডেমীর অধ্যক্ষ মন্ডল চন্দ্র মন্ডল, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের আহবায়ক ছিলেন দিপংকর পাল।

এছাড়াও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের অনেক গুনী শিল্পীরা উপস্থিত থেকে গান পরিবেশন করেন ও শিল্পী নীলাকে শুভ কামনা জানান। অনুষ্ঠানে শিল্পী লিলিয়েন নীল পাল সহ আগত অতিথিশিল্পীরা গান পরিবেশন করেন। আরজে সাইমুরের উপস্থাপনায় স্বদেশ টিভির সাক্ষাতকারে শিল্পী নীলা তার স্বপ্ন পূরণের কথা জানান এবং আগামীতে শুধু রবীন্দ্রগীত না আধুনিক গানও গাইবার প্রতিশ্রুতি দেন। স্বদেশ নিউজ২৪ডট কমের পক্ষ থেকে আমরা শিল্পীর উত্তোরত্তর উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি।

About hasan mahmmud

Check Also

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক, সাইমুর রহমান: গত ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল …

Leave a Reply