Breaking News
Home / News / ”ভুয়া আয়কর! রিটার্ন দেওয়ায় বেতন দেওয়া বন্ধ!!

”ভুয়া আয়কর! রিটার্ন দেওয়ায় বেতন দেওয়া বন্ধ!!

রংপুরের পীরগঞ্জের চেতনারপাড়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় ব্যাংকে ভুয়া আয়কর রিটার্ন দাখিল করে গত বছরে নভেম্বর মাসের বেতন–ভাতার সরকারি অংশ উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ধরা পড়ার পরে ওই বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গত মার্চ মাসের বেতন–ভাতার সরকারি অংশ বন্ধ রেখেছেন পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী।

সোনালী ব্যাংকের ওই শাখা থেকে জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক নুর আলমের আয়কর রিটার্ন দাখিল ফরমের ফটোকপি দিয়ে সহকারী প্রধান শিক্ষক সত্যরঞ্জন রায় পীরগঞ্জ সোনালী ব্যাংক শাখা থেকে গত নভেম্বর মাসে নিজের বেতন–ভাতা উত্তোলন করেন। বিষয়টি নজরে আসার পরে ওই বিদ্যালয়ের গত মার্চ মাসের বেতন–ভাতা স্থগিত রাখেন ব্যাংক ব্যবস্থাপক। এ ঘটনায় অভিযুক্ত ওই শিক্ষককে ১৪ এপ্রিল সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান।

জানতে চাইলে প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান বলেন, ‘আমার ভুল এবং সরলতার সুযোগ নিয়ে ওই শিক্ষক ঘটনাটি ঘটিয়েছেন। আমি তাঁকে শোকজ করেছি। জবাব পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সোনালী ব্যাংক পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক নুরে আলম সিদ্দিকী বলেন, ‘আপগ্রেড তথ্য পাওয়ার পরে বিদ্যালয়ের বেতন–ভাতা ছাড় করা হবে।’

About hasan mahmmud

Check Also

দুটি কিডনিই ড্যামেজ কলেজ ছাত্রী সাবরিনার, সাহায্যের আবেদন

কলেজ ছাত্রী সাবরিনা। দুটি কিডনিই ড্যামেজ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাঁচতে হলে কিডনি ট্রান্সপারেন্ট …

Leave a Reply