Breaking News
Home / News / নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!

নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!

নড়াইলে পুলিশ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার!!
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (২০ এপ্রিল) ২৭৪ ॥ নড়াইলে থানা পুলিশ অভিযান চালিয়ে কামরুজ্জামান (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। সে নড়াইলের কালিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে শনিবার সকালে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ২০০২সালে বাগেরহাট জেলার মংলাবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় কামরুজ্জামান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়। মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১৯এপ্রিল) রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নড়াইলের কালিয়া পৌরসভার সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইলের কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে বলেন,‘ শুক্রবার রাত ১২টার দিকে গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামরুজ্জামানকে নড়াইল আদালতে প্রেরণ করা হয়েছে।’

About hasan mahmmud

Check Also

সুমন হোসেন এবার এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর: বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার সুমন হোসেন । যে এরই …

Leave a Reply