আজ বুধবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচি পালন করবে। এছাড়া গণশুনানি করবে ২৪ ফেব্রুয়ারি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোটডাকাতি’র প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বুধবার কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কর্মসূচি সফল করতে সোমবার ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম কর্মসূচিতে দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।
আরো পড়ুন: জামায়াত নিষিদ্ধ করা এখন জনদাবি: নাসিম
গত ৩১ জানুয়ারি জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে উল্লিখিত কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।






Leave a Reply
You must be logged in to post a comment.