


গত ১৫ মে ইন্টারন্যাশনাল ফ্যাশন চেইন “গিগল বাংলাদেশ” ধানমন্ডির রাপা প্লাজায় জমকালো আয়োজনে ৪র্থ শাখার শুভ উদ্ধোধন হয় ।৪র্থ শাখার উদ্বোধন করেন গিগল ব্যান্ড মডেল চিত্রনায়িকা সানজানা মিতু সাথে ছিলেন “গিগল বাংলাদেশ” এর চেয়ারম্যান এনায়েত হোসেন ও “গিগল ইন্ডিয়া” এর চেয়ারম্যান সুচেতা মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন সময়ের আলোচিত মডেল ও চিত্রনায়ক শিপন, কন্ঠশিল্পী জান্নাত পুষ্প, রেডিও স্বদেশ.নেট ও স্বদেশ.টিভির চেয়ারম্যান আরজে সাইমুর রহমান এবং কাজী নওরিন, গিগল টিভিসি এর পরিচালক তানভির, মডেল ইমরান খানসহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালক ছিল অহনা। গিগল বাংলাদেশ চেয়ারম্যান এনায়েত হোসেন বলেন- গিগল মানেই হাসিখুশী তারা।গিগল ইন্টারন্শনাল ফ্যাশন চেইন।





Leave a Reply
You must be logged in to post a comment.