ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য পাঁচ উইকেট পাওয়া পেসার মোহাম্মদ শামির শরণাপন্ন হলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ভারতীয় তারকার পরামর্শে ক্যারিয়ারকে উজ্বল করতে চান দেশের গতিময় এই তারকা পেসার।
পরাজয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হলো বাংলাদেশের। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিবেশী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় টাইগাররা। ৩৫ রানেই প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল।
দলের এমন কঠিন বিপর্যয়ের দিনে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক। তারা ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটির কল্যাণে দুইশ ছাড়িয়ে ২২৮ রান করে বাংলাদেশ।
দলের হয়ে সই ১০০ রান করেন হৃদয়। ৬৮ রান করেন জাকের আলি। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন মোহাম্মদ শামি।
টার্গেট তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দলের জয়ে ১২৯ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১০১ রান করেন শুভমান গিল।
৩৬ বলে ৪১ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। বাংলাদেশ দলের হয়ে ৯ ওভারে ৩৬ রানে ১ উইকেট নেন তাসকিন। ১০ ওভারে ৩৮ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন।






Leave a Reply
You must be logged in to post a comment.