ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঢল নেমেছে।চলতি (ফেব্রুয়ারি) মাসের প্রথম ১৫ দিনে বৈধপথে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে ১৩১ কোটি ২৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ১৬ হাজার ১৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ১ হাজার ৭৬ কোটি টাকা।
রোববার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৬৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৮ কোটি ৮৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৭২৭ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী- অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার।আগস্টে এসেছে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার এবং জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ডলার।
ফলে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে টানা ছয় মাস দুই বিলিয়নের বেশি প্রবাসী আয় বাংলাদেশে এসেছে।






Leave a Reply
You must be logged in to post a comment.