‘বাংলাদেশের বিপক্ষে হারে ঘুম না ভাঙলে, নেপালের সঙ্গেও হেরে যেতে পারে’

পাকিস্তানকে তাদের ঘরের মাঠেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত ২৪ বছরে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পাশাপাশি সিরিজ জয়েরও ইতিহাস গড়েছে বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলি বলেছেন, বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানের ক্রিকেটের জন্য ওয়েক আপ কল। এর থেকে খারাপ ফল আর হতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপক্ষে হারের পরেও যদি ঘুম না ভাঙে, তাহলে নেপাল, আফগানিস্তানের মত দলের বিপক্ষে টেস্ট খেলা উচিত। সেখানেও ভালো করবে বলে মনে হয় না। বাংলাদেশের সঙ্গে হেরে পাকিস্তানের জন্য ভালো হয়েছে, হয়তো এ থেকে ক্রিকেটাররা শিক্ষা নিতে পারবে।

নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, বাবর আজম বাবা-মায়ের সঙ্গে কথা বলে বিয়ে করে নাও। বিয়ে করলে ও পুরো বদলে যাবে। একজন প্লেয়ার যখন পারফর্ম করেন না, তার মনের মধ্যে কী চলে, সেটা ভালোভাবেই জানি। বাবরের বাবা-মাকে অনুরোধ করছি ওর বিয়ের ব্যবস্থা করার জন্য। একজন বড় ভাই হয়ে বলতে চাই, বিয়ে করে নাও, বয়স হয়ে গিয়েছে।

Leave a Reply

More Articles & Posts