সংগঠনের শৃঙ্খলা-ভঙ্গের দায়ে সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনে উশৃঙ্খলকারীর কোনো ঠাঁই নেই।’
তিনি বলেন, ‘গত ১৮ জুন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে সিরাজগঞ্জ জেলা বেলকুচির উপজেলা যুবলীগের আহ্বায়ক একটি শালিসী বৈঠকে পারিপার্শ্বিক মতানৈক্যর কারণে বিবাদে জড়িয়ে পড়ে। বিষয়টি কেন্দ্রীয় যুবলীগের গোচরে আসে। এ অবস্থায় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে কমিটি বিলুপ্ত করা হয়েছে।’






Leave a Reply
You must be logged in to post a comment.