বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের প্রার্থীর চুড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ই সেপ্টেম্বর হতে যাওয়া কাউন্সিলে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ সোমবার ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে যাচাই-বাছাই কমিটি সভাপতি হিসেবে ১৩ জন ও সাধারণ সম্পাদক হিসেবে ৩০ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থীতার ক্ষেত্রে শর্তাবলি পূরণ করতে পারেনি তারা পরবর্তীতে আপিল করেন। আপিলেও যারা বাদ পড়েছিলেন তারা রিভিউ’র জন্য আবেদন করেন। আপিল ও রিভিউ শেষে সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীতা ফিরে পান।
নি¤েœ সভাপতি ও সাধারণ সম্পাদকের তালিকা দেয়া হলো:
(৮ জন) সভাপতি প্রার্থী তালিকা
কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, হাফিজুর রহমান, মোঃ ফজলুর রহমান খোকন, রিয়াদ মোঃ তানভীর রেজা রুবেল, মোঃ এরশাদ খান, মাহমুদুল হাসান বাপ্পি, এস এম সাজিদ হাসান বাবু, এবি এম মাহমুদ আলম সরদার।
(১৯ জন) সাধারণ সম্পাদক প্রার্থী তালিকা
মোঃ আমিনুর রহমান আমিন, মোঃ জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মোঃ ইকবাল হোসেন শ্যামল, মোহাম্মদ কারিমুল হাই (নাঈম), মোঃ জাকিরুল ইসলাম জাকির, মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, শাহনাওয়াজ, সাদিকুর রহমান, কে এম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, মোঃ হাসান (তানজিল হাসান), মুন্সি আনিসুর রহমান, মোঃ মিজানুর রহমান শরিফ, শেখ মোঃ মশিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা, কাজী মাজহারুল ইসলাম।।






Leave a Reply
You must be logged in to post a comment.