ভৈরব-ময়মনসিংহ রুটে ১০ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেন যোগাযোগ আবারও স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরব থেকে ছেড়ে আসা একটি ট্রেন ময়মনসিংহ যাচ্ছিল। সকাল পৌনে নয়টার দিকে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের আগে সেটার ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর উদ্ধার কাজ শুরু হয়। প্রায় ১০ ঘণ্টা এ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার আবারও পৌনে সাতটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।






Leave a Reply
You must be logged in to post a comment.