পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হলো প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী উপমা’র কন্ঠে “অভিমানী” শিরোনামের গানটির মিউজিক ভিডিও। গীতিকবি সোমেশ্বর অলি’র কথায় বেলাল খানের সুরে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন জে কে মজলিশ। গানটির চমৎকার মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা খান মাহি। ইতিমধ্যে “অভিমানী” গানটির মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটি প্রসঙ্গে উপমা বলেন গানটির কথা,সুর, সঙ্গীতায়োজন ও আমার গায়কী সব মিলিয়ে আশা করি সব ধরনের শ্রোতা-দর্শকদেরকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস। গানটি দেখতে আপনারা লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।






Leave a Reply
You must be logged in to post a comment.