মার্কস অলরাউন্ডারখ্যাত সংগীতশিল্পী সাবরিনা সাবা। বিটিভির ‘নতুন কুঁড়ি’তে গান গেয়ে কুড়িয়েছিলেন প্রশংসা। এরপর আর তাকে থেমে থাকতে হয়নি।
সম্প্রতি ‘নয়নে নয়ন রাইখা’ নামক ঈদের একটি গান নিয়ে আবারও হাজির হচ্ছেন সাবা। সুমন এমদাদের কথা, অরণ্য আকনের সুর ও সংগীতে গানটিতে মডেল হিসেবে রয়েছেন আনান খান ও দোলন।
ভিডিওটি সিডি চয়েস মিউজিক টিমের করা। সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে ফোক ফিউশন ধরনের একক গানটি আজ রিলিজ হচ্ছে। উল্লেখ্য, এর আগে মা দিবসে সংগীতশিল্পী সাবরিনা সাবা ‘মা’ শিরোনামের একটি গান প্রকাশ করেছিলেন।
গানটি প্রকাশ করা হয়েছিল ‘বসুধা মিউজিক’ নামের একটি ইউটিউব চ্যানেলে। উল্লেখ্য, সাবরিনা সাবা ‘জনম জনম’ এবং ‘পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো’সহ বেশ কিছু জনপ্রিয় গান গেয়েছেন।






Leave a Reply
You must be logged in to post a comment.