গায়িকা থেকে নায়িকা হলেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা

গায়িকা থেকে এবার নাটকের নায়িকা হলেন কণ্ঠশিল্পী তানজিনা রুমা। সাদেক সিদ্দিকী পরিচালিত নাটকটির নাম ‘সুরের আকাশ’। এটি রচনা করেছেন মির্জা রাকিব। এই নাটকে তানজিনা রুমার সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা শিপন। এই নাটকে আরও অভিনয় করেছেন বিন্দিয়া, সাগরসহ অনেকে। নাটকটি আসছে ঈদে টিভিতে প্রচার হবে বলে জানান পরিচালক সাদেক সিদ্দিকী। তিনি আরও বলেন, ‘একজন শিল্পীর জীবনের গল্প ফুটে উঠেছে এই নাটকে। এটি তানজিনা রুমার জীবনের প্রথম নাটক। কিন্তু সে নাটকে অনেক ভালো অভিনয় করেছেন।’ এ প্রসঙ্গে তানজিনা রুমা বলেন, ‘এটি আমার জীবনের প্রথম নাটক। আমি গানের মানুষ গান নিয়েই থাকতে চাই। তারপরও সাদেক ভাইয়ের অনুরোধের কারণে এই নাটকে অভিনয় করা। আমি জানি না কেমন অভিনয় করলাম। আমি চেষ্টা করেছি ভালো অভিনয় করতে।’

Leave a Reply

More Articles & Posts